কুইন্টন ডি ককের আচরণে ভীষণ অবাক হয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। অধিনায়ক হিসেবে তার দিনটা ভীষণ কঠিন ছিল বলেও জানিয়েছেন তিনি।
শুধু বাভুমা নন, তারকা এই ব্যাটারের এমন আচরণে অনেকেই হতবাক হয়েছেন। বোর্ডের নির্দেশনা মেনে হাঁটু গেড়ে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে ডি ককের সংহতি প্রকাশে অপারগতায় আরও একটি প্রশ্ন উঠে গেছে।
ডি কক কি আসলেই বর্ণবাদী? গত বছর নভেম্বর থেকে এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আসছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।
গত মঙ্গলবার উইন্ডিজের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে দক্ষিণ আফ্রিকা বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়, বিশ্বকাপে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানাতে হবে। কিন্তু ডি কক বোর্ডের এই নির্দেশনা মেনে খেলতে রাজি হননি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।