নারী ক্রিকেটারদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে তাদের মাসিক সম্মানী বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) বিসিবির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, গত বছর ছেলেদের তুলনায় মেয়েরা অনেকটা ভালো করেছে।
এবার আমরা আরও ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে। স্বাভাবিকভাবে আমরা ১০-১৫ ভাগ বেতন বাড়াই। এবার আমরা তাদের বেতন ৩৩ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি; যারা ভালো খেলে সে অনুযায়ী এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি,
এগুলোতেই আমরা বেশি জোর দিচ্ছি। গত ১৫ জুন বিসিবি বোর্ড মিটিংয়ে নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সালমাদের বেতন বাড়ছে ২০ শতাংশ। একই সঙ্গে ম্যাচ ফিও বাড়ানো হয় তখন। তবে এবার বেতন বাড়লেও ম্যাচ ফি বাড়ছে না।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।