আফগান ইনিংসের শেষের দিকে মাহমুদউল্লাহর বলে মুজিব উর রহমানের একটি অসাধারণ ক্যাচ নিয়েছেন বদলি ফিল্ডার মাহমুদুল হাসান জয়। টিভি সেটের সামনে টাইগারদের ম্যাচ উপভোগ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নজর এড়ায়নি দৃশ্যটির। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে ৮৮ রানে ম্যাচ জয় ও সিরিজ জয়ের পর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।

যোগ করেন পাপন, পরে যখন ফোন করলেন, বলেছেন, কষ্ট করে ক্যাচ ধরল ওর নামটা কি? ওকে তো আমার পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে। মানে তিনি পুরোটা সময় খেলা দেখেছেন। দারুণ উপভোগ করেছেন।

 

কলমকথা/ বিথী