ডি মারিয়ার ইনজুরি আবারও মাথাচাড়া দিয়ে উছেঠে। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে তার থাকা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিশ্বকাপ আসলেই যেন ডি মারিয়া এক দুঃখ হয়ে আসে আর্জেন্টিনার জন্য। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ কোপা আমেরিকার ফাইনালে ডি মারিয়ার অনুপস্থিতির কারণে ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকে। যার খেসারত হিসেবে ট্রফি বঞ্চিত হয় আলবিসেলেস্তারা।

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ডান পায়ের উরুতে ব্যথা অনুভব করেন ডি মারিয়া। যার কারণে কোচ তাকে দ্বিতীয়ার্ধে তুলে নেন। তার পরিবর্তে নামান পারেদেসকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডি মারিয়ার ইনজুরি নিয়ে কোচ লিওনেল স্কালোনি বলেন, সে ভালো আছে সবমিলিয়ে। সে উরুর উপরে কিছুটা ব্যথা অনুভব করে। এটা বাড়ার আগেই তাকে আমরা তুলে নেই। সবাই জানে সে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমন খেলোয়াড়কে মাঠে খেলিয়ে ইনজুরিতে পরানোর ঝুঁকি আমরা নিতে পারি না।

ডি মারিয়ার ব্যথা কতটা বেশ সেটা ৪৮ ঘণ্টা না গেলে বোঝা যাবে না। ম্যাচ শুরুর আগেই সিদ্ধান্ত আসবে তিনি একাদশে থাকবেন কিনা। তবে আর্জেন্টাইন মিডিয়ার দাবি, রোববার যেহেতু অস্ট্রেলিয়া কিছুটা সহজ প্রতিপক্ষ তাই শুরুর একাদশে হয়ত ডি মারিয়াকে নাও দেখা যেতে পারে। এতে করে পরবর্তী ম্যাচগুলো নির্ভার হয়ে খেলতে পারবেন তিনি।