নেশনস লিগের ম্যাচে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আজ মঙ্গলবার (৭ জুন) জার্মানির মুখোমুখি হবে ইংল্যান্ড। আলিয়াঞ্জ অ্যারেনায় ইংলিশদের আতিথ্য দেবে হেন্সি ফ্লিকের দল। রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচ। একই সময় ইতালির প্রতিপক্ষ হাঙ্গেরি।
নেশনস লিগে হাইভোল্টেজ ম্যাচের উত্তাপ। একপাশে জার্মান জার্সি অন্য পাশে থ্রি লায়ন্স। রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা। শেষ ইউরোয় ইংল্যান্ডের কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো জার্মানদের। কিন্তু হেন্সি ফ্লিকের অধীনে ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে উঠছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। টানা দশ ম্যাচ আনবিটেন। ঘরের মাঠে অনেকটা ফুরফুরে মেজাজে জার্মানি। নেই ইনজুরির দুশ্চিন্তা। ফিটনেস ফিরে পেয়েছেন মার্কো রয়েস। ইংলিশদের বিপক্ষে শুরুর একাদশেই হয়তো থাকছে কাই হাভার্টজ আর তিমো ভার্নার। রিয়ালের নতুন তারকা রুডিগার মুখিয়ে ইংল্যান্ড বধে। কিন্তু নেশন্স লিগের গেল ম্যাচে ইতালির বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়েছিলো জার্মানরা। ফিরতে হয় ১-১ সমতায়। তাই তো ইংল্যান্ডের বিপক্ষে ভিন্ন কৌশল জার্মান কোচ হেন্সি ফ্লিকের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।