ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে এক সপ্তাহের ব‌্যবধানে জিম্বাবুয়ে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় দল। এবারের সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের শেষ ওয়ানডে ১৬ জুলাই।

গায়ানা থেকে পরদিনই দেশে ফিরবেন ক্রিকেটাররা। ২৫ জুলাই আবার জিম্বাবুয়ের বিমানে উঠবেন। ২৭ জুলাই বাংলাদেশ হারারেতে পৌঁছাবে। এবারের সফরের সব ম‌্যাচই হবে হারারেতে। সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি। পরদিনই দ্বিতীয় ম‌্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ ম‌্যাচ অনুষ্ঠিত হবে। ৫, ৭ ও ১০ আগস্ট দুই দলের তিনটি ওয়ানডে হবে।

১১ আগস্ট দেশের বিমান ধরবে বাংলাদেশ দল। দুই দলের ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই মাঠে নামবেন তামিম, সিকান্দার রাজারা। বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফর করেছিল ২০২১ সালে। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব‌্যবধানে।