কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার (৫ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। নেইমার ভক্তরা ছিলেন দুশ্চিন্তায়।
হতাশ ভক্তদের সুসংবাদ দিলেন দলের কোচ তিতে। তিনি নিশ্চিত করেছেন, এ ম্যাচে খেলতে পারবেন নেইমার জুনিয়র। রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। যার কারণে তিনি খেলতে পারেননি সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে। গোড়ালির চোট কাটিয়ে শেষ ষোলোতে ফিরছেন নেইমার।
এ বিষয়ে কোচ তিতেকে সাংবাদিকরা প্রশ্ন করেন, নেইমার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে পারবেন কি-না। জবাবে ব্রাজিল কোচ বলেন, ‘হ্যাঁ।’ নেইমার যে এখন সুস্থ, সেই তথ্য জানিয়েছেন ব্রাজিল তারকা নিজেও।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই ছবি পোস্ট করে ক্যাপশনে নেইমার লেখেন, আমি ভালো অনুভব করছি। এখন কেমন আছি তা আমি জানি।
শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি পোস্ট করে মাঠে ফেরার ইঙ্গিত দেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুই ছবি পোস্ট করে ক্যাপশনে নেইমার লেখেন, ‘আমি ভালো অনুভব করছি। এখন কেমন আছি তা আমি জানি।’
এরপর তিনটি ইমোজির ছবি যুক্ত করেন তিনি। যে ছবি দুটি নেইমার পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, তিনি বল পায়ে দৌড়াচ্ছেন। আর গোল করার পর যেমন উদ্যাপন করেন তেমন করছেন। যদিও গ্রুপ পর্বে খেলা একমাত্র ম্যাচে গোল পাননি তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।