বিশ্বকাপের কোইয়ার্টার ফাইনাল শুরু হয়েছে অনেক নাটকীয়তার মধ্যদিয়ে। গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) দিনের দুই ম্যাচই গড়িয়েছে টাইব্রেকারে।

প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিলেও দ্বিতীয় ম্যাচে ডাচদের হারিয়ে সেমিতে পৌঁছে গেছে আর্জেন্টিনা। তাই দ্বিতীয় দিনেও আরও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করেন ভক্তরা।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ (১০ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে রাত ৯টায় পর্তুগালের মুখোমুখি হবে মরক্কো। আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের বিশ্বকাপে শেষ আটে উঠেছে মরক্কো।

সেটাও ইতিহাস গড়ে। এর আগে কখনই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি তারা। এবার এসেছে, সেটাও স্পেনের মতো পরাশক্তিকে হারিয়ে।

১২০ মিনিটের লড়াইয়ে স্পেনকে আটকে রাখার পর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আফ্রিকার সিংহরা। অন্যদিকে দিবাগত রাত ১টায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স বিশ্বকাপের বর্তমান শিরোপাধারী। অন্যদিকে ১৯৬৬ সালে একবার বিশ্বকাপের ট্রফি হাতে তুলেছিল ইংল্যান্ড। ৫৬ বছর ধরে আরেকটি শিরোপার জন্য হাহাকার ইংল্যান্ডের।