যশোরের বসুন্দিয়ায় ভৈরব যুব সংঙ্গের আয়োজনে জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকাল ৪টায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত।

প্রথম ম্যাচে ১-০ গোলে বাঘারপাড়াকে হারিয়ে বিজয়ী নওয়াপাড়া।

ক্রীড়াঙ্গন খ্যাত জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জঙ্গলবাধাল ভৈরব যুব সংঙ্গের আয়োজনে ফুটবল ম্যাচে অংশ নেয় বাঘারপাড়া বিজয় ৭১ ও অভয়নগরের নাওয়াপাড়া ধোপাদি ফুটবল একাডেমী ।

৯০ মিনিটের উত্তেজনাপূর্ণ ম্যাচে ১-০ গোলে বাঘারপাড়াকে হারিয়ে বিজয়ী নওয়াপাড়া ধোপাদি ফুটবল একাডেমী। হাজার হাজার দর্শকে পূর্ণ মাঠের ফ্রেমে দর্শকদের সরগরমে মূখরিত ছিল। বাঘারপাড়া বিজয় ৭১ এর দলনায়ক ছিলেন দুর্জয় এবং নওয়াপাড়া ধোপাদি ফুটবল একাডেমীর দলনায়ক হিসাবে নেতৃত্ব দেন ইস্রাফিল হোসেন।

ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভৈরব যুব সংঘের সভাপতি শহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল করিম, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, প্রচার সম্পাদক অমল কৃষ্ণ পালিত, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ দবির হোসেন, ভৈরব যুব সংঘের সাধারণ সম্পাদক সেলিমুল আযম প্রমূখ। টুর্ণামেন্টের উদ্বোধন করেন জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী।

রেফারীর দায়িত্বে থেকে ম্যাচ পরিচালনা করেন শরিফুল ইসলাম। সহকারী রেফারী হিসেবে ছিলেন শেখ মোঃ সাইফুল ইসলাম ও বিরেশ্বর মন্ডল।