দীর্ঘ নয় বছর পর ফের বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি। আগামী ৮ জুন কাতার বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপ ট্রফিটি আনা হবে।
দেশের ফুটবলপ্রেমীদের জন্য ট্রফিটি রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রদর্শিত হবে।
বুধবার (২৫ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আবারও বাংলাদেশে আসতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি। তাদের বাণিজ্যিক অংশীদার কোকাকোলার সঙ্গে যৌথভাবে দুই-তিন দিনের মধ্যে আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাবো।’
এর আগে সর্বশেষ ২০১৩ সালে দেশে বিশ্বকাপ ট্রফি আনা হয়েছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।