বিশ্বকাপ শুরু হতে আর দু’দিন বাকি। এদিকে, গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে বুধবার (১৬ নভেম্বর) ফ্রেন্ডলি ম্যাচে আরব আমিরাতকে ৫:০ গোলে পরাজিত করেছে স্কলোনির শিষ্যরা।

যদিও ওই ম্যাচের পরেই আর্জেন্টিনা দলে নেমে এসেছে দুর্যোগের ঘনঘটা। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছিলেন দলটির কোচ লিওনেল স্কলোনি।

দলটির তারকা ফুটবলার কোররেয়া আর্জেন্টিনার সবশেষ ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন। যেভাবে খেলছিলেন, তাতে ধারণা করা হচ্ছিল কোচ লিওনেল স্ক্যালোনির হাতে দারুণ এক বিকল্পই হতে চলেছেন তিনি।

তবে তার সে পথটা আগলে দাঁড়াল চোট। যার ফলে বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে তার। দুর্ভাগ্য অবশ্য কেবল হোয়াকিনের একার নয়।

নিকলাস গনজালেসও চোট নিয়ে চলে গেছেন মাঠের বাইরে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এর আগেই অবশ্য পেশির চোট ছিটকে দেয় নিকলাস গঞ্জালেসকে।

আর্জেন্টিনার বিবৃতিতে বলা হয় বিষয়টি। তার বদলে দলে ডাকা হয় রিজার্ভ হিসেবে থাকা আনহেল কোররেয়াকে। এদিকে হোয়াকিনের বদলে দলে আনা হয় তিয়াগো আলমাদাকে। তিয়াগো আর্জেন্টিনার জার্সি গায়ে চড়িয়ে খেলেছেন মোটে একটি ম্যাচে।