গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচেই জয় পাওয়ায় ব্রাজিলের শেষ ষোলোয় খেলা নিশ্চিত হয়ে গেছে আগেই। ক্যামেরুনের বিপক্ষে তৃতীয় ম্যাচটি দাঁড়িয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে জায়গা নিশ্চিত করার।
তবে এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। কেননা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড়।
তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নামতে গিয়ে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিল দল নিয়ে আরও দুশ্চিন্তা বাড়ছে। আভাস পাওয়া যাচ্ছে, ক্যামেরুনের বিপক্ষে পুরোপুরি দ্বিতীয় সারির দল মাঠে নামানোর সম্ভাবনাই বেশি কোচ তিতের।
অন্তত ৮ থেকে ১০টি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মিলছে। বেঞ্চে থাকা খেলোয়াড়দের একবার পরীক্ষা করে দেখতে চান ব্রাজিল কোচ।
গোলবারে তিতের বিশ্বস্ত অ্যালিসনকে হয়তো একাদশে দেখা যাবে না। তার পরিবর্তে খেলবেন ম্যানসিটি গোলরক্ষক এডারসন। ডিফেন্ডেও সিলভা-মারকুইনহোসকে বসিয়ে ব্রেমার ও মিলিতাওকে সেন্টার ব্যাকে পরীক্ষা করে দেখবেন তিতে।
অন্যদিকে ক্যাসেমিরো, লুকাস পাকেতা, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনদের মতো তারকাদেরও ক্যামেরুনের বিপক্ষে বিশ্রাম দেবেন বলে আশা করা হচ্ছে। সে কারণে নতুন করে লিভারপুলের মিডফিল্ডার ফ্যাবিনহো এবং ডিফেন্ডার দানি আলভেসরা দলে আসতে চলেছেন একপ্রকার নিশ্চিতই।
আর স্ট্রাইকারে রিচার্লিসনের পরিবর্তে দেখা জেতে পারে গ্যাব্রিয়াল জেসুস অথবা পেদ্রোকে। উইঙ্গে মার্টিনেলি-অ্যান্টনিকে শুরুর একাদশে খেলিয়ে দেখবেন ব্রাজিল কোচ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।