এফএ কাপ থেকে বিদায়ের পর লিগে টানা দুই ড্র’য়ের পর স্বস্তির জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

জয়সূচক গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজ। টানা ছয় ম্যাচ গোলের দেখা না পাওয়ায় সমালোচনার শিকার হতে হয়েছে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে। সাউদ্যাম্পটনের বিপক্ষে সহজ সুযোগ পেয়েও গোল করতে না পারায় শুনতে হয়েছিলো বাড়তি সমালোচনা। অবশেষে গোলখরা কাটালেন পাঁচবারের এই ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।

ম্যানচেস্টার ইউনাইটেডও ফিরলো নিজেদের কক্ষপথে। লিগে দুই এবং সবমিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল রালফ রাংনিকের দল। শেষ সাত ম্যাচেই অপরাজিত থাকা ব্রাইটন অষ্টম ম্যাচে এসে হারের স্বাদ পেল। এছাড়া এবারের মৌসুমে দ্বিতীয়বারের মত প্রতিপক্ষের মাঠে হারলো তারা।