নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে সাবিনারা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) লাল সবুজের প্রতিনিধিদের লিড এনে দেন শামসুন্নাহার জুনিয়র। এরপর ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানি সরকার। ম্যাচের ১৩ মিনিটে কর্নার থেকে নেয়া ক্রস থেকে গোল করে প্রথম লিড নেয় লাল সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ২৪ মিনিটে দ্বিতীয় লিডের খুব কাছে চলে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ওয়ান অন ওয়ানে গোলরক্ষক ফাঁকি দিতে পারেনি মেয়েরা। ৩৫ মিনিটে নেপাল সমতায় ফেরার সুযোগ পেয়েছিল।

জটলার মধ্যে বল সাইড বারেও লেগেছিল। কিন্তু শক্ত মুক্ত করে বাংলাদেশ। ওই সুযোগ হারালেও প্রথমার্ধের ৪১ মিনিটে দ্বিতীয় লিড নেয় বাংলাদেশ।

কৃষ্ণা রাণী দলকে দ্বিতীয় লিড এনে দেন। ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্রথম ও সবশেষ ফাইনাল খেলা বাংলাদেশের সামনে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।