কাতার বিশ্বকাপের আসল লড়াই চলছে। ফাইনালে উঠার লড়াই শুরু হয়েছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচের মধ্যদিয়ে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) লুকা মদ্রিচের দলকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত লড়াইয়ে নামবে ফ্রান্স ও মরক্কো।

আফ্রিকার চতুর্থ এবং আরব বিশ্বের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার কোনো আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে উঠেছে তারা। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে তারা। শেষ আটে ইংল্যান্ডকে হারিয়ে সেমির টিকিট পেয়েছে ফ্রান্স।

🔘 ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।

দুই দলের সম্ভাব্য একাদশ

মরক্কো: ইয়াসিন বনো (গোলরক্ষক), জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ হাকিমি, আশরাফ দারি, ইয়াহিয়া আত্তিয়াত আল্লাহ, সোফিয়ান আমরাবাত, সেলিম আমাল্লাহ, আজজেদিন ওনাহি, সোফিয়ান বোফাল, ইউসেফ এন-নেসিরি ও হাকিম জিয়েশ।

ফ্রান্স: হুগো লরিস (গোলরক্ষক), জুলস কুন্দে, থিও হার্নান্দেজ, রাফায়েল ভারানে, ডাওট উপমেকানো, অহেলিয়া চুয়ামেনি, আদ্রিয়েন রাবিও, উসমানে দেম্বেলে, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে ও অলিভিয়ের জিরুদ