ক্রিস্টিয়ানো রোনালদো আসার পর সৌদি ক্লাব আল নাসরের রূপ আমূল বদলে গেছে। দলটি লিগের ফেভারিট ও শীর্ষ দল হয়ে উঠলো রোনালদো নামক জাদুর স্পর্শে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধামকের বিরুদ্ধে সিআরসেভেনের হ্যাটট্রিকেই শীর্ষে উঠেছে আল নাসর।
সৌদি প্রো লিগে ইতিমধ্যে ৮ গোল করে ফেলেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। এর মধ্যে দুটিই হ্যাটট্রিক। খেলার ১৮ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন। এর পাঁচ মিনিটের মাথায় করেন দ্বিতীয় গোল। পরে ৪৪তম মিনিটে আরেকটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো।
এর ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসর। শেষ পর্যন্ত এই তিন গোলেই জিতে মাঠ ছাড়েন রোনালদোরা। এর আগে ৯ ফেব্রুয়ারি আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনালদো।
সেই ম্যাচে অল ওয়েদারের বিরুদ্ধে চারটি গোল করেছিলেন তিনি। গত ৯ ফেব্রুয়ারি আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে আল ওয়েদার বিরুদ্ধে চারটি গোল করেছিলেন তিনি। লিগে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল নাসর।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।