২০২২ সালের কাতার বিশ্বকাপ শেষ হয়েছে গতকাল রোববার (১৮ ডিসেম্বর)। আর্জেন্টানা-ফ্রান্স এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই, রোমাঞ্চকর ১২০ মিনিট, বারবার বাঁক-বদল, রুদ্ধশ্বাস শিরোপা লড়াইয়ে শেষটায় টাইব্রেকার! যেখানে সফল হয়ে শিরোপা উল্লাসে মেতে উঠল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।

আর লিওনেল মেসির হাতে উঠল আরাধ্য সেই সোনালী ট্রফি। মেসির হাতে শিরোপা উঠতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টাইনরা। পরে বিশ্বকাপ জয় উদযাপনে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দক্ষিণ আমেরিকার এই দেশটিতে জাতীয় ছুটি থাকবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং ইসপিএন।

আরোও পড়ুন:

মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশনের উদ্যোগে বিজয় দিবস পালন

খুলনার দাকোপে ইসলামী আন্দোলন নেতার পিতার মৃত্যু

বিজিবি দিবস আজ

এতে বলা হয়, আর্জেন্টিনার জাতীয় দল মঙ্গলবার রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কে তাদের বিশ্বকাপ জয় উদযাপন করবে বলে জানিয়েছে দেশটির ফেডারেশন। রাজধানীর এই স্মৃতিস্তম্ভটি ক্রীড়া বিষয়ক উদযাপনের জন্য ঐতিহ্যবাহী স্থান। আর এই কারণেই মঙ্গলবার আর্জেন্টিনায় ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

মূলত আর্জেন্টিনার সরকারের দেয়া ঘোষণায় বলা হয়েছে, মঙ্গলবার ব্যাংক ছুটির দিন হবে যাতে সমগ্র দেশ ‘জাতীয় দলের জন্য তাদের গভীরতম আনন্দ প্রকাশ করতে পারে।’ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, ‘বিশ্ব চ্যাম্পিয়ন স্কোয়াড মঙ্গলবার দুপুরে ভক্তদের সঙ্গে বিশ্ব শিরোপা জয়ের আনন্দ ভাগ করে নিতে রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কের উদ্দেশ্যে রওনা হবে।’