কাতালান জায়ান্ট বার্সেলোনার ওপর চটেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল। দলবদলের নানা গুঞ্জনের মাঝে নতুন একটি খবর স্প্যানিশ লিগে আলোচনার ঝড় তুলেছে। সেটি হলো- বার্সার কাছে ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন পাওনা আছে ফ্রেংকি ডি ইয়ংয়ের!
এ কারণেই নাকি তারা ডি ইয়ংকে ছাড়তে চায় না। বিষয়টি সামনে আসতেই বার্সার সমালোচনায় মাতলেন নেভিল। শোনা যাচ্ছে, বকেয়া বেতন আটকে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা যতই ডি ইয়ংকে ধরে রাখতে চান না কেন, দলটির কোচ জাভি হার্নান্দেস কিন্তু এই ডাচ তারকাকে দলে চান না।
অন্যদিকে ডি ইয়ংকে পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। আর ডি ইয়ংয়ের বক্তব্য হলো- তিনি অন্য কোনো ক্লাবে যান বা না যান, বার্সার কাছে বকেয়া বেতন চান। অন্যদিকে লাপোর্তা বলছেন, ডি ইয়ং যেন বার্সাতেই থেকে যান। ফের বেতন কর্তন করা হলেও তাকে বার্সায় থাকতে হবে।
দুই পক্ষের কথা চালাচালির মাঝে এবার ঢুকে গেলেন গ্যারি নেভিল। একজন সমর্থকের করা টুইটে সাবেক তারকা মন্তব্য করেছেন, ‘সে (ডি ইয়ং) ইউনাইটেডের সঙ্গে চুক্তি করল, কী করল না সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই।
তবে কোনো কর্তৃপক্ষ বা ক্লাব তাদের কর্মী বা খেলোয়াড়কে নিয়ে ছিনিমিনি খেললে, কিংবা তাদের পাওনা অর্থ না দিলে আমি সবসময়ই প্রতিবাদ করব। বার্সেলোনা তাদের মহান নামের আড়ালে একটা ফালতু ক্লাব!’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।