বিপিএলের ফাইনাল আজ। চ্যাম্পিয়ন হবে কোন দল? মিরপুরের আকাশে কে শিরোপা ট্রফি তুলে ধরবেন- ইমরুল না মাশরাফি? লড়াইটা দুই মস্তিষ্কেরও। কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সিলেটের অধিনায়ক মাশরাফির।

অন্যদিকে, বিপিএলের চলতি আসরটি দুর্দান্ত কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার ১৪ ম্যাচে রান করেছেন ৪৫২। ফাইনালে আরেকবার তার ব্যাট হাসলে হাসবে সিলেটও, তা বলার অপেক্ষা রাখে না। তবে শান্ত নিজের ব্যাটিং, রান নিয়ে একটুও চিন্তিত নন। দলকে চ্যাম্পিয়ন করানোই তার পরিকল্পনা। সঙ্গে নিজের অপেক্ষাও দূর করতে চান শান্ত।

শেষ দু’টি বিপিএলেই ফাইনাল খেলেছেন শান্ত। দু’টিতেই দলের পরাজয়ে তার স্বপ্নভঙ্গ হয়। এবার শিরোপার অপেক্ষার অবসান করতে চান সিলেটের এ ব্যাটসম্যান। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে শান্ত নিজের প্রত্যাশা জানান, ‘গত দুটো বিপিএল ফাইনাল হেরেছি। আমার কাছে মনে হয় আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, আরেকটা সুযোগ এই ম্যাচ। ওটাই আশা থাকবে যে, আমরা যেন ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে পারি। এটাই মূল লক্ষ্য।’