ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ব্রাজিল। তবে স্কোরলাইনের চেয়েও খেলার মাঠে অনেক বেশি দাপুটে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ছন্দ আর সুরতাল লয়, সাম্বার দেশের সবকিছুই যেনো এখন পারফেক্ট আছে।
ঘানার বিপক্ষে খেলা দিয়েই ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতিপর্বের খেলা শুরু হয়েছিল। এবার দ্বিতীয় প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামার পালা। আজ মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামছে তিতের দল। আর দুই দলের এই খেলা অনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে। আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু এবারের বিশ্বকাপ। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রাজিল টুর্নামেন্টের ফেবারিট দলগুলির একটি।
বিশ্বকাপে ব্রাজিল খেলবে ‘জি’ গ্রুপে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের সঙ্গে। ‘এইচ’ গ্রুপে ঘানার সঙ্গী দক্ষিণ কোরিয়া, পর্তুগাল ও উরুগুয়ে। আফ্রিকার আরেক দল তিউনিসিয়া খেলবে গ্রুপ ‘ডি’-তে, যেখানে তাদের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।