কোপা আমেরিকায় রীতিমতো অপ্রতিরোধ্য ব্রাজিল নারী ফুটবল দল। হলুদ জার্সিধারীরা গতকাল সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে মুখোমুখি হয় ভেনিজুয়েলার।

ম্যাচে ভেনিজুয়েলাকে ৪-০ গোলের হারিয়ে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলেছে ব্রাজিলের মেয়েরা। ব্রাজিলের এই জয়ের ফলে উপকার হয়েছে আর্জেন্টিনারও।

এই ম্যাচের আগে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে থাকা ভেনেজুয়েলা এই বিশাল হারের ফলে নেমে গেছে তালিকার তিনে। আর তিনে থাকা আর্জেন্টিনা উঠে এসেছে দুইয়ে, ফলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা আরও বাড়ল আর্জেন্টিনার মেয়েদের।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। এরপর উরুগুয়েকে ৩-০ গোলে হারান দেবিনহারা। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় ছিল ভেনেজুয়েলারও। উরুগুয়ে আর পেরুর বিপক্ষে যথাক্রমে ১-০ আর ২-০ গোলে জয় পেয়েছিল দলটি।