কাতার বিশ্বকাপে এশিয়ার দল সৌদির বিপক্ষে হারের পর টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সকেও এড়াতে পেরেছে তারা। নকআউট পর্বের শুরুতেই আর্জেন্টিনা সহজ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচের আগে আবারও আলোচনায় আনহেল দি মারিয়ার ইনজুরি।
বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা। নক-আউটে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে এই ম্যাচে আর্জেন্টাইন দলের অন্যতম ভরসা দি মারিয়ার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তার পুরোনো উরুর চোট লে আলবিসেলেস্তেদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
গ্রুপ পর্বে বাঁচামরার ম্যাচে খেললেও ম্যাচের ৫৯তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচে চোখে পড়ার মতো ছন্দে ছিলেন না। তখন থেকেই নক-আউটে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। কোচের দাবি, দি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। ফিট থাকলে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।