বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্ত সমর্থক বেশি হলেও ক্রিস্টিয়ানো রোনালদোর অগণিত ভক্ত রয়েছেন। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেষ্টার ইউনাইটেড এই তারকার কোনো খুশির খবর এলে উল্লাসধ্বনি উঠে বাংলার ক্রীড়াঙ্গনে। গত ৫ ফেব্রুয়ারি রোনালদোর জন্মদিনে কেট কেটে উদযাপন করেন তার এই দেশীয় ভক্ত সমর্থকরা। ৩৮-এ পা দেয়ায় ৩৮ পাউন্ডের কেক কাটায় দেশের মিডিয়ায়ও আলোচনায় এসেছিল সেই ঘটনা।

তথ্য প্রযুক্তির এই যুগে সেই খবরটাই হয়তো জানতে পেরেছেন ‘সিআর সেভেন’। আর তাইতো মুসলিমপ্রধান বাংলাদেশকে ইসলামিক কায়দায় সালাম দিয়ে অভিবাদন জানিয়েছেন পর্তুগিজ এই তারকা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুকে অমিতাভ দেবনাথ নামের বাংলাদেশি একটি পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাত নাড়িয়ে বাংলাদেশকে উদ্দেশ করে উচ্ছ্বসিত মনে বলছেন, ‘সালামু আলাইকুম বাংলাদেশ।’ এই ভিডিও মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।