আনহেল ডি মারিয়া জুভেন্তাসের হয়ে অভিষেকটা রাঙিয়েছিলেন ভালোই। গোল করেছিলেন, সতীর্থকে দিয়ে করিয়েও ছিলেন।

তবে এরপরই চোট বাধা হয়ে দাঁড়ায় তার, ছেড়ে যেতে হয় মাঠ। সেই চোট কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ নিয়েও শঙ্কা সৃষ্টি করেছে তার জন্য।

সাসুওলোর বিপক্ষে সিরি’আ অভিষেক হয় ডি মারিয়ার। গোল করতে আর্জেন্টাইন এই তারকা সময় নেন ২৫ মিনিট। বাম পায়ের দারুণ এক ভলিতে গোলের খাতায় নাম লেখান তিনি। এরপর দুসান ভ্লাহোভিচের গোলেও বড় অবদান রেখেছেন তিনি।

তবে এরপরই আসে সেই চোট। অ্যাডাক্টরের চোট নিয়ে কাতরাতে কাতরাতে মাঠের বাইরে যেতে হয় তাকে। ম্যাচ শেষে জুভেন্তাস কর্তৃপক্ষ জানিয়েছে চোটের ভয়াবহতা।

জানিয়েছে অ্যাডাক্টরের চোটটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। দশ দিন পর আবারও একে পুনর্মূল্যায়ন করা হবে। তখন এই বিষয়ে আরও পরিষ্কার কিছু জানা যাবে।

কলমকথা/একেডি