কাতার বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে রোববার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে শিমন মারচিনিয়াককে রেফারি হিসেবে চূড়ান্ত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এদিকে ম্যাচে মারচিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন দুই পোলিশ পাভেল সকোলনিৎসকি ও তমাস লিসকিয়েভিচ। এবার ফাইনাল ম্যাচে রিফারি নির্বাচনে অনেক বড় নামও সামনে এসেছিল। কিন্তু সবাইকে টপকে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেলেন পোল্যান্ডের রেফারি মারচিনিয়াক।
বিশ্বকাপের এবারের আসরে ম্যাচ পরিচালনায় উচ্চমানের কর্মকর্তাদের মধ্যে অন্যতম তিনি। ২০১১ সালে ফিফার রেফারির তালিকাভুক্ত হন মারচিনিয়াক। ২০১৫ ইউরো অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রধান রেফারির দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৬ ইউরো আর রাশিয়া বিশ্বকাপেও পালন করেছেন দায়িত্ব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।