জার্মানি থেকে স্পেনে এসেছেন। বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায়। খেলার ছক বদলেছে, দর্শন বদলেছে। বদলেছে সতীর্থ। কিন্তু গোল মুখে খুনে স্বভাবের রবার্ট লেভানডভস্কি একটুও বদলাননি। লিগে বার্সার জার্সিতে দুর্দান্ত ছন্দে থাকা লেভা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে কাতালানদের হয়ে হ্যাটট্রিক করেছেন।

তার জাদুর সঙ্গে গোল করেছেন এসি মিলান থেকে বার্সায় আসা ফ্রাঙ্ক কেসি। গোল করেছেন লিগে বেঞ্চে কাটানো তরুণ স্প্যানিশ লেফট উইঙ্গার ফারান তোরেস। সঙ্গে গোলে সহায়তা দেওয়া সেই পুরনো ডেম্বেলে। তাদের জাদুতে চেক ক্লাব ভিক্টোরিয়া প্লাজের বিপক্ষে ৫-১ গোলে জিতেছে জাভির দল।

বুধবার রাতের ম্যাচে ক্যাম্প ন্যুতে ১৩ মিনিটে প্রথম লিড নেয় বার্সা। সেন্ট্রাল ডিফেন্ডার জুলেন কুন্দের পাস ধরে গোল করেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। এরপর লেভানডভস্কি শো। ৩৪ মিনিটে সের্গিও রর্বাতো তাকে দিয়ে গোল করান।

ম্যাচের ৪৪ মিনিটে প্লাজে এক গোল শোধ করে। কিন্তু তাদের স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করতে দেননি পোলিশ স্ট্রাইকার লেভা। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন তিনি। তাকে গোল করার উসমান ডেম্বেলে।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আনসু ফাতির বদলি নামেন ফারান তোরেস। দুই মিনিট পরেই লেভাকে দিয়ে গোল করান তিনি। হ্যাটট্রিক পূর্ণ হয় সাবেক বায়ার্ন স্ট্রাইকারের। এরপর ম্যাচের ৭১ মিনিটে স্প্যানিশ উইঙ্গার তোরেস গোল করে দলকে বিশাল জয় এনে দেন।