ছয় বছরেরও বেশি সময় ধরে ব্রাজিলের ডাগআউটে ছিলেন তিতে। সেলেকাওদের সঙ্গে প্রথম বিশ্বকাপ মিশনে কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছিল তাকে। এবার কাতারেও কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় দেখতে হয়েছে ৬১ বছর বয়সী কোচকে। ঘোষণা মতো শেষ হয়েছে তার ব্রাজিল অধ্যায়ও। আর তাকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট দিলেন সুপারস্টার নেইমার।
তিনি এক খোলা চিঠি লিখেছেন তিতেকে। সেখানে জানালেন, প্রথম দেখায় তাকে পছন্দ হয়নি। করিন্থিয়ান্সের সাবেক কোচকে নিয়ে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড লিখেছেন, ‘আমাদের সামনাসামনি দেখা হওয়ার আগে আমরা অনেকবার একে অন্যের বিরুদ্ধে খেলেছি। আমি ভেবেছিলাম আপনি খুব বিরক্তিকর। কারণ আপনি সবসময় আমাকে মার্ক করে খেলার জন্য দলকে নির্দেশ দিতেন। আমাকে হারাতে আপনি সবকিছু করতেন।’
তবে ২০১৬ সালে যখন জাতীয় দলের দায়িত্ব নেন তিতে, তখন তার প্রতি অন্যরকম অনুভূতি তৈরি হয় নেইমারের, ‘আমি আপনাকে কোচ হিসেবে চিনি এবং জানি যে আপনি খুব ভালো ছিলেন। কিন্তু ব্যক্তি হিসেবে আপনি সেরা। আপনি জানেন আমি কে এবং এটাই আমার কাছে ব্যাপার। সবকিছুর জন্য প্রকাশ্যে আপনাকে ধন্যবাদ দিতে চাই। যে শিক্ষা আপনি আমাদের দিয়েছেন, সেটার জন্যও- অনেক শিখেছি। আপনি সবসময় আমার সেরা কোচদের একজন ছিলেন এবং থাকবেন।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।