ব্রাজিল কোচ তিতে মনে করেন বিশ্বকাপে নেইমারকে ফের দেখতে পাওয়া যাবে। তবে সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে যে এই ফরোয়ার্ডকে পাচ্ছে সেটা অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে। তবুও সেই ম্যাচকে ঘিরে সংবাদ সম্মেলনে নেইমারের ব্যাপারেই বেশি প্রশ্ন শুনলেন তিতে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি নেইমার ও দানিলো বিশ্বকাপ খেলবে, এটা আমার মতামত। মেডিক্যাল ইস্যুর ব্যাপারে, আমি কথা বলতে পারব না, কারণ আমি সেই অবস্থায় নেই। আমরা বিশ্বাস করি তারা খেলতে পারবে। ব্রাজিল প্রতিটি অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়ের উপর আস্থা রাখে। নেইমার একজন ব্যতিক্রমী খেলোয়াড়, তবে আমরা সবার ওপর আস্থা রাখি।’
তিতে আরও বলেন, ‘যদি ফুটবলকে পুরস্কৃত করতে হয় তবে আমাদের সতর্ক থেকে ফাউলের পুনরাবৃত্তির দিকে মনোযোগ দিতে হবে। কারণ তারা নির্দিষ্ট খেলোয়াড়দের উপর মনোনিবেশ করে এবং তাদের ইনজুরিতে ফেলে। এটি বন্ধ করতে হবে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।