ঘরের মাঠে হাঙ্গেরিকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগের এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে ইতালি। গতকাল মঙ্গলবার (৭ জুন) রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের ম্যাচটির প্রথমার্ধে দারুণ ফুটবলে দুই গোলে এগিয়ে যায় ইতালি।
বিরতির পর একটি গোল শোধ করতে পারে হাঙ্গেরি। অবশ্য গোলটি হাঙ্গেরির কারো পা থেকে আসেনি। আত্মঘাতী গোলে ব্যবধান কমেছে শুধু। তবে সমতায় আর ফিরতে পারেনি হাঙ্গেরি।
ইতালির পক্ষে গোল দুটি করেন নিকোলো বারেল্লা ও লরেন্সো পেল্লেগ্রিনি। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল করেন জানলুকা মানচিনি। সবশেষ সাত ম্যাচে ইতালির কেবল দ্বিতীয় জয় এটি; ড্র তিনটি, হার দুটি।
পুরো ম্যাচজুড়ে মোট ১৭টি শট নিয়েছে ইতালি, যার মধ্যে ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে হাঙ্গেরির ১২টি শটের ৪টি ছিলো লক্ষ্যে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় ইতালিকে এগিয়ে দেন নিকোলা বারেল্লা। লিওনার্দো স্পিনাজ্জোলার পাস থেকে বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
প্রথমার্ধ্বের একেবারে অন্তিম মুহুর্তে এসে আজ্জুরিদের ব্যবধান দ্বিগুণ করেন লরেঞ্জো পেলেগ্রিনি। ডান দিক দিয়ে হাঙ্গেরির ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন পলিতানো। মাঠের সীমানারেখার একবারে কাছ থেকেই কাটব্যাক করেন তিনি, পেলেগ্রিনি ছুটে গিয়ে সেই বলে পা ছুঁইয়ে জালের ঠিকানা পাইয়ে দেন।
বিরতির পর মাঠে নেমে ইতালিকে কিছুটা ছন্নছাড়া মনে হয়। এই সুযোগে ইউরো চ্যাম্পিয়নদের ওপর কিছুটা চড়াও হয় হাঙ্গেরি। চাপের মুখে ফেলে দেয়া ইতালির রক্ষণের ভুলেই গোলও পেয়ে যায় তারা। ম্যাচের ৬১ মিনিটে ইতালির মানচিনির আত্মঘাতী গোলে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দেয় হাঙ্গেরি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।