দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা। কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা লা ফিনালিসিমার প্রথমার্ধে ইতালির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আছে। দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরোপের চ্যাম্পিয়ন দুই দল নিয়ে ফিফার এ বিশেষ আয়োজন উপলক্ষ্যে লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়াম ছিল পরিপূর্ণ। উপস্থিত হাজার পঞ্চাশেক দর্শককে হতাশ হতে হয়নি।

শুরুটা দারুণ করে আর্জেন্টিনা। প্রথম ১৫ মিনিটে ইতালির ফাইনাল থার্ডে প্রাধান্য বিস্তার করে খেলে লিওনেল মেসির দল। তবে ইতালিয়ান ডিফেন্সের দৃঢ়তায় গোলে শট নিতে পারেনি। ইউরো চ্যাম্পিয়ন ইতালি গা ঝাড়া দিয়ে বার দুয়েক আক্রমণ চালায় আর্জেন্টিনার পোস্টে। প্রথমে জানকোমো রাসপাদোরি ও দ্বিতীয়বার নিকোলো বারেল্লার শট ঠেকিয়ে দলকে নিশ্চিন্ত রাখেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস।

এরপরই খেলার নিয়ন্ত্রণ নিজের কাঁধে নিয়ে নেন মেসি। বিশ্বসেরা ফুটবলারকে সামলাতে বেগ পেতে হয় ইতালির দুই অভিজ্ঞ ডিফেন্ডার জর্জো কিয়েলিনি ও লিওনার্দো বনুচ্চিকে। তাদের কড়া মার্কিংকে ফাঁকি দিয়েই নিজের জন্য জায়গা বের করেন মেসি। রাইট ব্যাক জোভান্নি দি লরেঞ্জোকে বক্সের ডান দিকে বোকা বানিয়ে লাউতারো মার্তিনেসের উদ্দেশে বল ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক। আলতো টোকায় ইতালি গোলকিপার জানলুইজি দোন্নারুম্মাকে বোকা বানাতে ভুল করেননি মার্তিনেস।

২৮ মিনিটে লিড নেয়ার পর কিছুটা থিতু হয় আর্জেন্টিনা। সে সুযোগে ইতালি বারকয়েক আক্রমণ চালায়। তবে সেগুলো থেকে গোলে শট নিতে পারেনি তাদের ফরোয়ার্ড লাইন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আলবিসেলেস্তেদের লিড দ্বিগুন করেন আনহেল দি মারিয়া। বনুচ্চিকে ডজ দিয়ে মার্তিনেসের বাড়ানো ক্রসে দারুণ শট নিয়ে আনন্দে ভাসান আর্জেন্টিনাকে।

২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।