বিশ্বকাপ ফাইনাল হারের ১০ দিন পরই ক্লাবের হয়ে মাঠে নেমে গেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বুধবার রাতে স্ট্রাসবার্গের বিপক্ষে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে এমবাপ্পেদের পিএসজি জয় পেয়েছে ২-১ গোলে। লিওনেল মেসি না থাকলেও খেলেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। তবে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে।

বিশ্বকাপ ব্যর্থতা ভুলে এমবাপ্পের ভাবনা এখন ক্লাবকে ঘিরে। তাই অপেক্ষায় আছেন সতীর্থ লিওনেল মেসির। বিশ্বকাপ জয়ের পর মেসি এখনো পরিবারের সঙ্গে আর্জেন্টিনায় রয়েছেন। কিছুদিনের মধ্যেই ফিরবেন পিএসজি শিবিরে। স্ট্রাসবার্গের বিপক্ষে জয়ের পর এমবাপ্পে বলেন, ‘আমরা মেসির অপেক্ষায় আছি যাতে আমরা একসঙ্গে জিততে পারি, একসঙ্গে গোল উদযাপন করতে পারি। ’

বিশ্বকাপ জয়ের পর মেসিকে অভিনন্দনও জানিয়েছিলেন এমবাপ্পে। এই প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘ম্যাচ (ফাইনাল) শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছি। আমি তাকে অভিনন্দন জানিয়েছিলাম কারণ সে সারাজীবন এই ট্রফিটার খোঁজ করতেছিল। আমিও চেয়েছিলাম জিততে, তবে পারিনি। ’