কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক, নেইমারের জোড়া গোল এবং লিওনেল মেসি ও আশরাফ হাকিমির একটি করে গোলে বড় জয় পেয়েছে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচে লিলকে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত করে গালতিয়েরের শিষ্যরা।
রোববার রাতে মাত্র ৯ সেকেন্ডেই গোল করেন এমবাপ্পে। ফরাসি লিগে এটাই দ্রুততম গোলের রেকর্ড। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মেন্দেসের কাট ব্যাকে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি। লিগে এটি তার তৃতীয় গোল।
ম্যাচের ৩৯তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন হাকিমি। নেইমারের সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে এগিয়ে যান এই ডিফেন্ডার। পরে দুরূহ কোণ থেকে চমৎকার শটে বল জালে পাঠান তিনি।
৪৩তম মিনিটে গোল করেন নেইমার। মেসির পাস লিলের একজনের গায়ে লেগে একটু দিক পাল্টালে পেয়ে যান এই ফরোয়ার্ড। পরে সেখান থেকেই গোল আদায় করে নেন।
বিরতির পর পিএসজিকে ৫-০ গোলে এগিয়ে নেন নেইমার। হাকিমির বাড়ানো বলে এমবাপ্পের ডামিতে সুবর্ণ সুযোগ এসে যায় নেইমারের সামনে। আলতো টোকায় বাকিটা সারেন তিনি।
কিন্তু ৫৪তম মিনিটে ব্যবধান কমায় লিল। বামবার প্রথম শট কোনোমতে ঠেকিয়ে দেন দোন্নারুম্মা। তবে বিপদমুক্ত করতে পারেননি দলকে। ফিরতি বলে বুলেট গতির শটে জাল খুঁজে নেন বামবা।
খেলার ৬৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। মাঝ মাঠ নেইমারকে বল বাড়িয়ে দ্রুত গতিতে ডি বক্সের দিকে ছুটে যান তিনি। বল ফিরে পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে দারুণ দক্ষতায় বাকিটা সারেন তিনি। পরে নির্ধারিতর সময়ের তিন মিনিট আগে হ্যাটট্রিক পূরণ করেন এমবা্প্পে। নেইমারের থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড।
লিগে টানা তৃতীয় জয় পেল পিএসজি। শীর্ষে থাকল তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।