লিগ ওয়ানে লরিয়েঁকে উড়িয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের গোলে বড় জয় পেয়েছে ফ্রান্সের এই ক্লাব।
রোববার (৩ এপ্রিল) রাতে ঘরের মাঠে লোঁরিয়েকে ৫-১ গোল ব্যবধানে হারিয়েছে পিএসজি। ম্যাচে পিএসজি’র পক্ষে মূল নায়ক ছিলেন ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ম্যাচে পিএসজির করা ৫ গোলেই ছিল তার অবদান।
তার মধ্যে নিজে করেছেন জোড়া গোল, বাকি তিনটি অ্যাসিস্ট। এই ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি এবং নেইমারও। এই জয়ে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষ দলটি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই থেকে ১২ পয়েন্ট পিছিয়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।