অনুশীলনের সময় ব্রাজিলের দুই তারকা ফুটবলারের হাতাহাতির ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। আসলে ঘটনাটি ‘হাতাহাতি’ নয়, স্রেফ নিজেদের মধ্যে মজা করছিলেন তারা এমনটাই জানিয়েছেন কোচ তিতে।
আরো পড়ুন: ফ্রান্স ক্রোয়েশিয়া ড্র নিয়ে মাঠ ছাড়লো
টোকিওতে জাপানকে ১-০ গোলে হারিয়ে আসার পর সংবাদ সম্মেলনে রিচার্লিসন-ভিনিসিয়ুসের মধ্যে কি হয়েছিল জানতে চাওয়া হলে ব্রাজিল কোচ জানান, ভুয়া খবর ছড়িয়ে দেয়া হয়েছে, আসলে হয়নি তেমন কিছুই, ‘এই দুনিয়ায় কতই না ভুয়া খবর হয়।
খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়েছে বলেরিপোর্ট করেছে, কিন্তু এটা মিথ্যা।’ একটি ছবিতে তৈরি হওয়া বিভ্রান্তি ইন্সটাগ্রামে দেয়া ভিডিওতে দূর করেছে রিচার্লিসন নিজেও।
আরো পড়ুন: ৫ গোলের বিশ্বরেকর্ড মেসির (ভিডিও)
রিচার্লিসনের সঙ্গে প্রথমে জার্সি টানাটানি করেছেন দানি আলভেজ। এরপর সেখানে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর সেখানে যোগ দেন নেইমার এবং লুকাস পাকুয়েতা। শেষে হাসতেও দেখা গেছে ভিনিসিয়াসসকে।
মূলত, তাদের মধ্যে হাতাহাতি কিংবা মারামারির কোনো ঘটনাই ঘটেনি। জাপানের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনেই মজা করছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। অনেকটা অভিনয় করেই নিজেদের মধ্যে মারামারি করার মত এই ঘটনা ঘটিয়েছেন তিনি। কিন্তু পুরো ঘটনাটাই ছিল হাস্যরসাত্মক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।