নেইমারের ওপর ক্ষুব্ধ পিএসজি তাকে তাড়িয়েই দিতে চায়, এমন খবর অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে।

আরও পড়ুন: আজ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী

শিক্ষকদের স্কুল ফাঁকি সহ বিভিন্ন অনিয়ম-বরখাস্তর দাবী

এবার শোনা যাচ্ছে, চলতি দলবদলেই তাকে দলছাড়া করছে পিএসজি। আর তাতে বড় হাত আছে তারই সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। যদিও পিএসজি ছাড়ার কোনো ইচ্ছাই নেই নেইমারের।

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে পিএসজি বিদায় নেয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে। ওই হার মেনে নিতে পারেননি সমর্থকরা, এর ফলে পিএসজির ম্যাচে দুয়ো শুনতে হয়েছিল নেইমারকে। রেহাই পাননি মেসিও।

এরপরও পিএসজি নেইমারকে ধরে রাখত, যদি না নেইমারের আচরণ মাঠের বাইরে ভালো হতো। তবে পিএসজি ফরোয়ার্ড মাঠের চেয়ে মাঠের বাইরের আচরণ দিয়ে বেশি আলোচনায় এসেছেন শেষ কিছু দিন।

এই কারণেই নেইমারকে চলতি দলবদলে ছেড়ে দেয়ার ইচ্ছা ক্লাবটির। এতে বড় অবদান আছে এমবাপ্পের পিএসজিতে থেকে যাওয়ার। ফরাসি এই ফরোয়ার্ড পিএসজি ছাড়লে হয়তো নেইমারকে রেখে দিত দলটি। তবে তা হয়নি বলেই নেইমারকে এখন তাড়িয়ে দিতে চায় পিএসজি, সেটাও চলতি দলবদলেই।