ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে ধর্ষণ মামলা থেকে খালাস পেয়েছেন। ২০০৯ সালে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্যাথেরিন মায়োরগা।

মামলার ভিত্তি হিসেবে ব্যবহৃত বিশেষ নথি অসদুপায়ে অর্জিত হয়েছে বলে রোনালদোর বিরুদ্ধে আনা এই মামলা খারিজ করে দিয়েছে লাস ভেগাসের ফেডারাল আদালত।

মামলার রায়ে বিচারক জেনিফার ডরসি লেখেন, ‘অত্যন্ত উঁচু মানের একজন ব্যক্তির বিপক্ষে এই মামলা চালিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছেন মায়োরগা।

অসদুপায়ে অর্জিত নথি তার এই অভিযোগকে অতিরঞ্জিত করেছে এবং মামলার অন্যান্য ভিত্তিকে শক্ত করেছে। ফলে শুধু তার স্মৃতি ও অন্যান্য বিষয়ে তার উপলব্ধির ওপর ভিত্তি করে রায় দেয়া ভুল হতো।’

এদিকে মডেল মায়োরগার কৌঁসুলি স্টোভাল এই ধর্ষণ মামলার নথি যোগাড় করেছিলেন বিখ্যাত পর্তুগিজ একটিভিস্ট ও ফুটবল জগতের গোপন তথ্য ফাঁসের সাথে জড়িত রুই পিন্টোর কাছ থেকে।

বিচারক জেনিফার ডরসি এইসব নথিকে গোপনীয় হিসেবে চিহ্নিত করেছেন। যার ফলে এসব তথ্য ‘প্রমাণ’ হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা হারিয়েছে বলে জানান তিনি