পিএসজি, চেলসির পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতার দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। লিভারপুল বাঁধা পেরোলেই দেখা লস ব্লাঙ্কোসরা দেখা পাবে ১৪তম শিরেপার।
তাদের এমন সফলতা পেছনে কারণ জানতে চাইলে দলটির গোলরক্ষক থিবো কোর্তোয়া বলেন, কেবল রিয়াল মাদ্রিদ বলেই এট সম্ভব। পিএসজির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকার পর করিম বেনজেমার হ্যাটট্রিকে ৩-২ গোলের জয় পাওয়ার পর শুরু।
এরপর কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে ৫-৪ গোলের জয়ে সেমিতে আসে। আর সিটির বিপক্ষে রিয়ালের গল্পতো এখন চোখের সামনে ভাসমান। রিয়ালের বেলজিয়ান গোলকিপার থিবো কোর্তোয়া বলেন, ক্লাবটি রিয়াল মাদ্রিদ বলেই এমনটা সম্ভব হয়েছে।
নামটি যখন রিয়াল মাদ্রিদ, সম্ভব তখন সবকিছুই। এটা স্রেফ অসাধারণ। আমরা এমন সব বড় ক্লাবকে ছিটকে দিয়েছি, যারা অনেক অনেক অর্থ খরচ করে তাদের দল গড়েছে। ১৩ বার ইউরোপ সেরার মুকুট পড়েছে রিয়াল সেটাও মনে করে দিলেন কোর্তোয়া।
আছে নানা ইতিহাস। ফাইনালে তাই জয়ের জন্যই মাঠে নামবে তারা, ওরা অর্থ দিয়ে দল গড়েছে, আমাদের আছে ইতিহাস! আর রিয়াল মাদ্রিদ যখন ফাইনাল খেলে, তারা জয়ের জন্যই সেখানে পা রাখে। আগামী ২৮ মে প্যারিসে গ্র্যান্ড ফাইনালে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।