![সাবেক আম্পায়ার আসাদ আর নেই](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/dkk587-2022-09-15T131438.149.jpg)
সাবেক আম্পায়ার আসাদ আর নেই
সাবেক আম্পায়ার আসাদ আর নেই
আইসিসি এলিট প্যানেলের সাবেক আম্পায়ার আসাদ রউফ মারা গেছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। ৬৬ বছর বয়সে চলে গেলেন পাকিস্তানি এই আম্পায়ার।
২০০০ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু করা আসাদ রউফ ১৩ বছরের ২৩১টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে লাহোরে মারা গেছেন তিনি। ২০০৬ সালে আইসিসির এলিট প্যানেলে জায়গা পান আসাদ। তবে ২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে জড়ানোর পর তার আম্পায়ারিং ক্যারিয়ার ইতি ঘটে। ফিক্সিং কাণ্ডে মুম্বাই পুলিশের ‘অভিযুক্তের’ তালিকায় ছিলেন রউফ।
২০১৬ সালে আইসিসি তাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। ১৯৯৮ সালে আম্পায়ার হিসেবে পথ চলা শুরু করেছিলেন রউফ। একটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথমবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন। ২০০০ সালে প্রথম ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছিলেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।