প্রথমবারের মত আরব দেশে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে ইংল্যান্ড ফুটবলারদের কাতারের আচরণবিধি শেখানোর উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। কাতারে কঠোর নিয়মের মাঝেই অনুষ্ঠিত হবে ফুটবলের সবচেয়ে বড় আসর।

স্টেডিয়ামে অ্যালকোহল নিয়ে খেলা দেখা যাবে না। এমনকি নারী-পুরুষের সম্পর্কের ক্ষেত্রেও কড়াকড়ি জারি করেছে কাতার। বিবাহ-বহির্ভূত সম্পর্ক করলেই সাত বছরের কারাদণ্ড দেয়া হবে বলে জানানো হয়েছে। এসব নিয়মের বেড়াজালে পড়ে যেন নিজ দেশের ফুটবলারদের কোনো সমস্যা না হয়, সেজন্য আচরণবিধি শিক্ষা দেয়া হবে বলে জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন।

সেই লক্ষ্যে এফএ আগে থেকেই কাতার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আসছে তাদের নিয়ম-নীতিগুলো বিস্তারিত জানার জন্য এবং সে অনুযায়ী যেন নিজেদের পদক্ষেপটা যথাযতভাবে নিতে পারে তারা।