পেসারদের জন্য ইনজুরি নিয়মিত ব্যাপার। ক্যারিয়ারের শুরুতেই এই বিষয়টি দেখে ফেলেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। এই ভালো, তো এই খারাপ। প্রায় দেড় বছর পর ইনজুরি কাটিয়ে দলে ফিরে সামনে দেখছিলেন সুদিন। ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে।

আরো পড়ুন:আমার মেয়ে হলে নাম রাখবো ফারিশতা: মাহি

১ লাখ ২০ হাজার টাকা বেতনে বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি

 

কিন্তু অনুশীলনদের প্রথম দিনেই গোড়ালির চোটে শেষ হয়ে যায় হাসানের এশিয়া কাপ। ইনজুরি কাটিয়ে আবার জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়া হতে যাওয়া বিশ্বকাপ দলে। বারবার ইনজুরিতে পড়া নিয়ে এক প্রশ্নে গতকাল শনিবার (১৭ সেপ্টম্বর) দুপুরে সাংবাদিকদের হাসান বলেন, ‘ফাস্ট বোলারদের জন্য ইনজুরি হলো বন্ধুর মতো, এসে আবার চলে যায় (হাসি)। জিনিসটা খুবই স্বাভাবিক।

কিন্তু ইনজুরি এড়াতে অবশ্যই কাজের মধ্যে থাকতে হবে। ফিটনেস বলেন কিংবা বোলিং ওয়ার্ক, সব কিছতেই ধারাবাহিকতা রাখতে হবে। নিয়মিত আপনি যখন কাজের মধ্যে থাকবেন তখন এ ইনজুরি হয়তো হবে না।’