টি-টোয়েন্টিতেও ওপেনিং থেকে মুক্তি পাচ্ছেন লিটন দাস। এই ফরম্যাটেও ওপেনিংয়ের বদলে চার নম্বরে খেলানো হবে এ ডানহাতি ড্যাশিং ব্যাটারকে।

মূলত অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অবসরের ফলে চার নম্বরে যে জায়গাটি খালি হয়েছে, সেখানে লিটনকে খেলাতে চাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন এমন তথ্য। তবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান নান্নু। নিজের ৫৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ছয়বার তিন নম্বরের নিচে নেমেছেন লিটন।

ঠিক চার নম্বর পজিশনে খেলেছেন মাত্র দুইটি ইনিংস। সেই দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ৮ ও ৯ রান। এখন তাকে সেই চার নম্বরেই স্থায়ী করার কথা ভাবছে বাংলাদেশ দল। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুই ওপেনার এনামুল হক ও নাইম শেখকে বসিয়ে দুই মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমানকে খেলিয়েছিল বাংলাদেশ।

এখন লিটনকে ওপেনিং থেকে চার নম্বরে পাঠালে আবার মেকশিফট ওপেনারে যেতে হবে টাইগারদের। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে লিটনের সঙ্গে কথা বলা হবে জানিয়ে নান্নু বলেন, দেখুন, আমরা লিটনকে ওপেনিংয়ের জন্য ভাবছি না এখন। তবে সে নিজে এ সিদ্ধান্তটি কীভাবে নেয়, কী ভাবছে সেটিও এখানে দেখতে হবে। আমরা সামনের অনুশীলনে ওর সঙ্গে এ বিষয়ে কথা বলবো।