বুধবার দিবাগত রাতে অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। দ্বিতীয়ার্ধে দুটি গোলের একটি আসে আত্মঘাতী খাত থেকে, মোহাম্মদ সালাহ’র অ্যাসিস্টে অন্যটি করেন সাদিও মানে।
এদিন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল প্রথমার্ধে বেশ লড়াই করে। নিজেদের জাল অক্ষত রাখে। কিন্তু বিরতির পর পরই খেই হারায় তারা। ৫৩ মিনিটে হেন্ডারসনের ডিফ্লেক্টেড ক্রস ভিয়ারিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় পারভিস এস্তুপিনানের পায়ে লেগে উপরে উঠে যায় এবং সেটি ধরতে ব্যর্থ হন গোলরক্ষক জেরোনিমো রুলি।
৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। এ সময় বক্সের বাইরে বল পেয়ে ঢুকে পড়েন সালাহ। তার সামনে ছিলেন ভিয়ারিয়ালের রক্ষণভাগের তিনজন খেলোয়াড়। তাদের ফাঁক গলিয়ে তিনি বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে ঢুকে পড়া মানেকে। মানে গোলরক্ষককে একা পেয়ে তাকে পরাস্ত করেন সহজেই। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি।
ভিয়ারিয়াল অবশ্য চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের নকআউট পর্বে অসাধারণ পারফরম্যান্স করেছে। তারা আগের দুই রাউন্ডে জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মতো বড় দলকে হারিয়ে সেমিফাইনালে এসেছে। এখন দেখার বিষয় ঘরের মাঠে ফিরতি লেগে পিছিয়ে থাকা স্প্যানিশ ক্লাবটি কিভাবে জবাব দেয়।
আগামী মঙ্গলবার (০৩ মে) লা সিরামিকায় ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি।
লিভারপুল সবশেষ ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল। শেষ পর্যন্ত তারা ভিয়ারিয়ালকে হারাতে পারলে পাঁচ বছরের মধ্যে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।