দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। লিজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি) একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছেন মাশরাফী।

লিগ কমিটি থেকে এখন পর্যন্ত প্রকাশ করা ৫৩ জনের তালিকায় রয়েছেন তিনি। এদিকে, একই লিগে খেলতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও।

এছাড়াও ইয়ন মরগ্যান, বীরেন্দ্রর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, জ্যাক ক্যালিস, মিসবাহ উল হক, জন্টি রোডস, ব্রেট লি, শেন ওয়াটসন, রস টেলর, ডেল স্টেইনদের মতো কিংবদন্তিরাও অংশ নিবেন লিজেন্ডস লিগে। টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ভারতের পাঁচটি শহরে হবে এ টুর্নামেন্ট। খেলা হবে সম্ভবত কলকাতা, লখনৌ, দিল্লি, যোধপুর, কাটাক ও রাজকোটে।