প্রায় একযুগ পর আবার ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। সব ঠিক থাকলে আগামী জুনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফের একটি ফিফা প্রীতি ম্যাচে দেখা যেতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের।
তবে মেসিদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনাকে ফের ঢাকায় আনার বিষয়টি একরকম চূড়ান্তই বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
তার কথায়, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর একপ্রকার চূড়ান্তই। এখন শুধু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক হলেই জুনে ঢাকায় আরও একবার মেসিদের দেখা যাবে।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে বাফুফে সভাপতির বক্তব্য, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ (মঙ্গলবার) জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরিভিত্তিতে সব কাজ শেষ করে দিতে। তারা রাজি হয়েছে।’ এর আগে ২০১১ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসিরা। আর্জেন্টিনা জিতেছিল ৩-১ গোলে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।