ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নেতৃত্বে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগাররা। আর তাই এই মারকুটে ওপেনারের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

জানালেন তামিমের সাফল্যের কারণও। আজ সিরিজ জয়ের লক্ষ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গায়ানার প্রভিডেন্সে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বুধবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। একই ভেন্যুতে প্রথম ওয়ানডেতে স্বাগতিক ক্যারিবিয়ানদের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছিল সফরকারী টাইগাররা। ম্যাচের আগে গণমাধ্যমের কাছে মিরাজ বলেছেন, তামিমের অধিনায়কত্ব ভালো লাগছে তার কাছে, ‘তামিম ভাই তো খুব ভালো অধিনায়কত্ব করছেন এবং সফলও হচ্ছেন।

দক্ষিণ আফ্রিকার মতো কন্ডিশনে আমরা সিরিজ জিতেছি। চার-পাঁচটি সিরিজ জিতেছি আমরা তার নেতৃত্বে।’ তামিমের সফলতার পেছনের কারণ হিসেবে সতীর্থ সবার ভূমিকার কথা জানিয়ে এই অফ স্পিনার বলেন, ‘খুব ভালো অধিনায়কত্ব করছেন তিনি এবং সবচেয়ে বড় কথা হলো, তাকে সবাই সহায়তা করছেন পেছন থেকে। ফিল্ডার বলেন বা বোলার-ব্যাটসম্যান, সবাই সহায়তা করায় তার কাজ সহজ হয়ে যাচ্ছে।’