হজ পালনের উদ্দেশে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে (বিসিবি) ছুটি চাইলে এটি মঞ্জুরও করা হয়।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না মুশফিকুর রহিম। সফরটি থেকে ছুটি নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এসময় তিনি পবিত্র হজ পালন করবেন বলে জানা গেছে।
ক্যারিবীয় সফরে না গিয়ে হজে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর ছুটি চেয়ে চিঠিও দিয়েছেন মুশফিক। বিসিবির একটি সূত্র জানায়, বিসিবি মুশফিককে ছুটি দিয়েছে।
এদিকে এই সফরে মুশফিককে না পাওয়া বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদই। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে চোটের কারণে আগেই ছিটকে গেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাঈম হাসান।
শনিবার (২১ মে) মুঠোফোনে তিনি বলেন, ‘মুশফিক এক মাস আগেই হজ পালনের জন্য ছুটি চেয়েছিল। আমরা বলেছি ঠিক আছে বিষয়টা দেখছি। এখন তার ছুটি অনুমোদন হয়েছে। সে ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যাচ্ছে না।’
এই সফরে বাংলাদেশ ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ১৫ জুন থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত খেলাগুলো হবে। ২২ জুন মুশফিকের হজের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে থাকা দুটি টেস্টে মুশফিকের না থাকা বাংলাদেশকে ভোগাবে। সদ্য শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রান করেন মুশফিক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।