ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর দাপটে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাট নিয়ে কথা হচ্ছে অনেক। পাশাপাশি অভিজাত ফরম্যাটের টেস্ট নিয়েও নিশ্চয়তা দিতে পারছে না কেউ।

এই আলোচনায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও দেশটি আসন্ন নতুন টি-টোয়েন্টি লিগের কমিশনার গ্রায়েম স্মিথ। তার মতে, সামনের দিনগুলোতে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা বাড়ার বদলে উল্টো কমে যাবে। তবে তার দেশ কখনও টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবে না। স্কাই স্পোর্টসে স্মিথ বলেছেন, বর্তমানে শুধুমাত্র বড় ক্রিকেটীয় দেশগুলোই টেস্ট ক্রিকেটে অবদান রাখছে।

সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির অধীনে ভারতীয় দল টেস্ট ক্রিকেটের দিকে অনেক জোর দিয়েছে। যা সত্যিই দারুণ ছিল। তারা এভাবেই পথটা তৈরি করেছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দেখতে হলে টেস্ট খেলুড়ে দল আর বাড়বে না জানিয়ে স্মিথ আরও বলেন, তবে আমরা যখন প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলবো তখন আপনি ১০-১২-১৪টি দল পাবেন না। একসময় হয়তো এ পর্যায়ে টেস্ট খেলা দেশের সংখ্যা পাঁচ-ছয়ে নেমে আসবে।