মাদ্রিদ ওপেন ফাইনালের শিরোপা উঠলো স্পেনের কিশোর কার্লোস আলকারাজের হাতে। ১ ঘণ্টা ৪ মিনিটের ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জেভেরেভকে হারিয়েছেন তিনি।
১৯ বছর বছর বয়সী আলকারাজ এর আগের দুই ম্যাচে হারিয়ে দিয়েছিলেন দুই টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচকে। গতকাল তিনি জার্মান টেনিস তারকা জেভেরেভকে ৬-৩ ৬-১ সেটে হারিয়েছেন।
এ বছর এটি আলকারাজের জেতা চতুর্থ শিরোপা। টুর্নামেন্টটি জেতার পর আলকারাজ বলেন, এই টুর্নামেন্ট আমার জন্য বিশেষ, কারণ ৭/৮ বছর থেকেই আমি এখানে টুর্নামেন্টটি দেখতে আসতাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।