গলে শ্রীলঙ্কার বিপক্ষে আজ শনিবার সকালে শুরু হয়েছে পাকিস্তানের প্রথম টেস্ট। এই টেস্টে অভিষেক হয়েছে অলরাউন্ডার সালমান আলী আঘার।

কায়েদ ই আজম ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই শ্রীলঙ্কার বিপক্ষে তার অভিষেক হলো। গেল তিন বছরে কায়েদ ই আজম ট্রফিতে দারুণ খেলেছেন সালমান। সবশেষ ১৮ ম্যাচে ৫৬.১৯ গড়ে রান করেছেন ১ হাজার ৬২৯টি।

 

২৮ বছর বয়সী এই অলরাউন্ডার ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। হাফ সেঞ্চুরি করেছেন ৮টি। এমনকি অফ স্পিন করে উইকেটও নিয়েছেন ২৫টি। সে কারণে ফাওয়াদ আলম ও নুমান আলীকে পেছনে ফেলে তিনি জায়গা করে নেন গল টেস্টের সেরা একাদশে।

ইনজুরির কারণে ২০২১ সালের আগস্টের পর এই টেস্ট খেলতে নেমেছেন ইয়াসির আলী। অন্যদিকে ছয় বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মোহাম্মদ নাওয়াজ। তিনি সবশেষ ২০১৬ সালে টেস্ট খেলেছিলেন।

 

প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আজহার আলী, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, সালমান আলী আঘা, শাহীন আফ্রিদি ও ইয়াসির শাহ।