অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে (বিবিএল) পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে দেবে না দেশটির ক্রিকেট বোর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ব্যতীত বিশ্বের সবগুলো ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানি ক্রিকেটারদের ব্যাপক চাহিদা।

তবুও বাবার আজম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রেজওয়ানদের এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে। আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ এবং ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ছাড়পত্র ইস্যুতে পিসিবি সিদ্ধান্ত নেবে শিগগিরই।

বিগ ব্যাশ খেলতে না দেয়ার কারণ হিসেবে ব্যস্ত সূচিকে কারণ হিসেবে দাঁড় করেছে পিসিবি। তবে কেন জাতীয় বা ঘরোয়া পর্যায়ে চুক্তিবিহীন খেলোয়াড়দের নিষিদ্ধ করা হচ্ছে, তা এখনো স্পষ্ট করেনি পিসিবি। আসন্ন বিবিএল মৌসুমে পাকিস্তানি কোনো খেলোয়াড়কেই এনওসি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।